BRAKING NEWS

Scam : ‘চিরকুট দিয়ে চাকরি হয় না’, উদয়নকে ‘পাগল’ কটাক্ষ করে দাবি ফিরহাদ হাকিমের

বাম আমলে চাকরি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ এনেছেন, বাম আমলে ‘যোগ্যদের বঞ্চিত করে’ চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এবং তিনি আঙুল তুলেছেন নিজের বাবা, বাম আমলের কৃষিমন্ত্রী কমল গুহের দিকে। তারই প্রেক্ষিতে তাঁর রাজনৈতিক সতীর্থ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কটাক্ষ, উদয়ন পাগলের মত কথা বলছেন! এইভাবে চিরকুট দিয়ে চাকরি হয়না বলেও দাবি করেছেন ফিরহাদ।

শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে উদয়ন গুহর দাবি নিয়ে প্রশ্ন উঠলে ফিরহাদ হাকিম বলেন, “ও কী পাগলের মতো বকছে, আমার জানা নেই। এটা নিয়ে আমার কোনও বক্তব্যই নেই। কারণ চিরকুটে কোনও দিন লোক ঢোকানো যায় না। একটা আবেদনপত্র লাগে।” তিনি বলেন, ‘‘আগে যখন সার্ভিস কমিশন বা রিক্রুটমেন্ট রুলস ছিল না, তখনও আমাদের স্কুলগুলিতে দেখেছি, গভর্নিং বডি বসে নিয়োগ করত। একটি প্যানেল তৈরি করত। সেটা ৭০-এর দশকে আমরা দেখেছি।’’

Leave a Reply