বঙ্গে রাজনৈতিক হিংসার প্রসঙ্গ যোগী আদিত্যনাথের মুখে, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের

বঙ্গে রাজনৈতিক হিংসার প্রসঙ্গ যোগী আদিত্যনাথের মুখে, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের

উত্তরপ্রদেশ বিধানসভায় জবাবি ভাষণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তোলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার নিজের রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত অভিযোগের জবাবে এই প্রসঙ্গ আনেন তিনি। নাম না করে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার প্রধান নাগরিক ফিরহাদ হাকিম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনি তুলনা করলেন গব্বর সিং-এর সঙ্গে।

শুক্রবার উত্তরপ্রদেশ বিধানসভায় নিজের বক্তব্যে নির্বাচনকালীন প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি উল্লেখ করে না না করে আদিত্যনাথ বলেন, “বিধানসভা নির্বাচনের প্রচারে এক জন দিদি এসেছিলেন, যাঁর নিজের রাজ্যতে বিধানসভা নির্বাচনে অনেক হিংসা হয়েছে।” তিনি আরও বলেন, বঙ্গের ১৪২টি আসনে প্রায় ২৫ হাজার বুথ রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে। অভিযোগ করেছেন, বিজেপির প্রায় দশ হাজার কর্মী রাজনৈতিক হিংসার কারনে শরণার্থী হয়েছেন শিবিরে। ৭৫ জন খুন হয়েছেন। যোগীর বক্তব্য, পশ্চিমবঙ্গের তুলনায় উত্তরপ্রদেশ জনসংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও সেখানে নির্বাচনের আগে ও পরে কোনও হিংসার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:  “আমি ওদের উলঙ্গ করে দেব”, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এরপরেই সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের কটাক্ষ, “যোগী হচ্ছেন উত্তরপ্রদেশের গব্বর সিংহ। ওখানে ভয়ে কেউ কথা বলতে পারেন না। উত্তরপ্রদেশের গব্বর সিংহর জন্য সেই রাজ্যের বিরোধীদের দু’বছর জেলে কাটাতে হয়। ওখানে সাধারণ মানুষের যেমন কথা বলার অধিকার নেই।” বাংলা সর্বদা নিজেদের মনীষীদের আদর্শ মেনে শান্তির বার্তা দেয় বলে জানিয়ে রাজ্যে বিজেপির ধর্মের ভিত্তিতে ভোট করানোর প্রচেষ্টাকে কটাক্ষ করেছেন তিনি। সেই সঙ্গে যোগীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উন্নয়ন শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ