CPIM Scam : সিপিএম-এর ‘অবৈধ’ চাকরির হদিস পেতে ই-মেল আইডি, অভিনব ঘোষণা কুণাল ঘোষের

CPIM Scam : সিপিএম-এর 'অবৈধ' চাকরির হদিস পেতে ই-মেল আইডি, অভিনব ঘোষণা কুণাল ঘোষের

সিপিএম নেতাদের বাড়ির ‘অবৈধ’ সরকারি চাকরির হদিস পেতে ই-মেল আইডি প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ নির্দিষ্ট ই-মেল আইডি-তে ‘বঞ্চিত’দের প্রয়োজনীয় কাগজপত্রের কপি সহ অভিযোগ জানাতে অনুরোধ করেছেন তিনি।

বাম জমানায় নিয়োগে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে অভিনব ঘোষণা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ সমাজমাধ্যমে “জরুরী ঘোষণা” শীর্ষক পোস্ট করে লিখেছেন, “সিপিএমের দখলদারির রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন, ২০০৭-২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নাম্বার ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নাম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই ID- তে মেইল করুন।” আরও বলেছেন, “যারা নিজ এলাকায় সিপিএম নেতাদের বাড়িতে সরকারি চাকরির হদিস দিতে পারবেন, যারা জানেন আপনার স্থানীয় প্রাক্তন বাম বিধায়ক, সাংসদ, প্রাক্তন সিপিএমের চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা তৎকালীন সময়ে বামফ্রন্টের বিভিন্ন পদারিকারী, কিংবা আপনার এলাকার লোকাল অথবা জোনাল কমিটির নেতা, যাদের কোনো না কোনো আত্মীয় বা পরিবারের সদস্য অন্যায় উপায়ে সরকারি চাকরি পেয়েছেন, সেই নেতাদের নাম, তাদের তৎকালীন পদ এবং তার পরিবারে চাকরি পাওয়া ব্যক্তিদের ডিটেলস সহ এই একই আইডিতে মেইল করুন।”

আরও পড়ুন:  Scam : ‘চিরকুট দিয়ে চাকরি হয় না’, উদয়নকে ‘পাগল’ কটাক্ষ করে দাবি ফিরহাদ হাকিমের

সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে মেল আইডি। CpmCheatedUs@gmail.com
অভিযোগ বৈধ হলে তদন্তের এবং অভিযোগকারী না চাইলে পরিচয় প্রকাশ না করার আশ্বাসও দেওয়া হয়েছে৷ তৃণমূলের আইটি সেলের তরফে প্রকাশ করা হয়েছে এই ঘোষণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ