“সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে সবার ভয় লাগে। জেলে থাকতে ভয় নেই”- ফিরহাদ হাকিম

"সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে সবার ভয় লাগে। জেলে থাকতে ভয় নেই"- ফিরহাদ হাকিম

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মন্ডলের গ্রেফতারির পর তৃণমূলের অস্বস্তি তীব্র ভাবে বাড়িয়ে দিয়েছে দলের একাধিক মন্ত্রী-বিধায়কের সম্পত্তি বৃদ্ধির মামলা। এই জনস্বার্থ মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।এবার এপ্রসঙ্গে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

নারদা মামলায় বেশ কয়েকদিন জেলবন্দি ছিলেন ফিরহাদ হাকিম। পরে হাই কোর্টে জামিন পান। বরাবরই আইনের উপর আস্থা রেখেছিলেন। সে কথা বারবার বলেওছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি ফের মুখ খুললেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ‘তদন্তে কোনো ভয় পাচ্ছি না। সবারই তো সামাজিক সম্মান রয়েছে। সেই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে সবার ভয় লাগে। জেলে থাকতে ভয় নেই। অনেকের এই ধরনের অসভ্যতামি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মত অনেকেরই অসীম ধৈর্য নেই। যাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাদের কাছে আমি আবেদন করব, এই ধরনের কথা থেকে বিরত থাকতে। সবার উপরে মানুষ সত্য, মানুষের উপরে কেউ নেই। মানুষ ঠিক করবে কে দোষ করেছে বা কে দোষী নয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ