Panchayet Election : মনোনয়নের মিছিলে গুলি, চোপড়ায় ৩ জন গুলিবিদ্ধ, নিহত ১

img 20230615 wa0004

মনোনয়নকে কেন্দ্র করে অব্যাহত রক্তপাত। উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন জমা দিতে যাওয়ার বাম ও কংগ্রেসের মিছিলে চললো গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। গুলিচালনার অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে মিছিল করে চোপড়ায় বিডিও অফিসে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস প্রার্থীরা। সেই সময়েই মনোনয়ন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাখালবাড়ি এলাকায় বিরোধী প্রার্থীদের মিছিলে গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিরোধীদের তরফে অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, বিরোধীরা নিজেদের মধ্যে মারামারি করেই গুলি চালিয়েছেন। সাধারণ মানুষের সহানুভূতি পেতে বিরোধীরা নাটক করছেন বলেও কটাক্ষ করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ