Mamata Banerjee : দফতর হারালেন মানস ভূঁইয়া, পরিবেশ এবার মমতার অধীনে

images 2023 06 15t165455.121

রাজ্যপঞ্চায়েত ভোটের প্রাক্কালে একটি দফতর হারালেন সবং এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। পরিবেশ দফতর নিজের অধীনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এতদিন পরিবেশ এবং জল সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব ছিল মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার হাতে। তার মধ্যে পরিবেশ দফতর হারালেন তিনি। মন্ত্রিসভায় আর কোনো রদবদল হয়নি৷ কিন্তু পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই একক রদবদল তাৎপর্যপূর্ণ মনে করছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে রাজ্যে মেদিনীপুর সহ একাধিক জেলায় আতসবাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগণার বজবজ, মালদহের ইংরেজবাজার এই রকম একাধিক জায়গায় বিস্ফোরণে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে৷ ক্ষতিপূরণ ও চাকরি নিয়ে এগরা সফর করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় সাংগঠনিক বৈঠকে মন্ত্রী মানসবাবু বেশির উন্নয়নের কাজ সবং এ করছেন বলে অনুযোগ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। জেলার বাকি জায়গা, পিংলা, ঘাটাল এলাকার উপরে নজর দিতে বলেছিলেন তিনি। তারপরেই নিঃশব্দে এই দফতর সরিয়ে নেওয়া তাৎপর্যপূর্ণ বলেই অভিমত রাজনৈতিক মহলের৷ এখন থেকে শুধুমাত্র জল সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব থাকবে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার হাতে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ