লোকাল ট্রেনে প্রথম শ্রেণি, চালু হল ‘মাতৃভূমি’ লোকালে

images 2024 01 28t211022.288

এবার লোকাল ট্রেনে যাত্রা আরামদায়ক হতে চলেছে। লোকাল ট্রেনে থাকছে প্রথম শ্রেণির কামরা। রবিবার তা চালু হল রানাঘাট থেকে শিয়ালদহগামী ‘মাতৃভূমি লোকালে’।

ট্রেনটির সামনে ও পিছনে দুটি ইঞ্জিনের পড়েই থাকছে একটি করে মোট দু’টি প্রথম শ্রেণির কামরা। কামরার দেওয়ালে ছবি আঁকা, বসার আসনে গদি, মোবাইল চার্জের ব্যবস্থা থাকছে। নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে ডাউন ‘মাতৃভূমি লোকাল’ শিয়ালদহ পৌঁছবে সকাল ৯টা ২৮ মিনিটে। এরপর ট্রেনটি বিকেল ৫টা ৫৪ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 25/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ