Train Update: এবার ঝাড়গ্রাম স্টেশন শুধুই শেলফি জোন নয়, এখান থেকেই এবার ছুটবে একাধিক ট্রেন

পুরানো স্টেশনের ভোল পাল্টে ঝাড়গ্রাম পেয়েছে একেবারে ঝাঁ চকচকে নতুন রেল স্টেশন। বাড়ানো হয়েছে প্লাটফর্মের সংখ্যা। তৈরী হয়েছে নতুন ফুটওভার ব্রিজ। কিন্তু করোনার পরবর্তী সময়ে ঝাড়গ্রাম স্টেশনের রুপ বদলালেও বাড়েনি ট্রেনের সংখ্যা। পরিবর্তে ঝাড়গ্রাম স্টেশনে বন্ধ হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ। লোকাল ট্রেনের দাবিতে বারবার অনশন বসেছেন এলাকার একাধিক সংগঠন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ঝাঁ চকচকে ঝাড়গ্রাম স্টেশন তাই স্টেশন তাই হয়ে উঠেছে সেল্ফিজোন, ফটোগ্রাফারদের ফটোগ্রাফির কেন্দ্র, আবার কখনও যুবক যুবতীদের একান্তে সময় কাটানোর স্থান।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

তবে এবার এসব অতীত হতে চলেছে এবার ঝাড়গ্রাম স্টেশন থেকেই ছুটবে একাধিক ট্রেন। আগামী ৮ আগষ্ট সোমবার থেকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চলবে তিনটি ট্রেন।

আগামী সোমবার থেকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চলবে- ঝাড়গ্রাম পুরুলিয়া লোকাল,ঝাড়গ্রাম খড়গপুর লোকাল ও ঝাড়গ্রাম সাঁতরাগাছি লোকাল

ঝাড়গ্রাম স্টেশন থেকে চালু হওয়ার অপেক্ষায় ট্রেন গুলির সময়সূচি- ০৮০৪৯/০৮০৫০ খড়গপুর-ঝাড়গ্রাম-খড়গপুর মেমু লোকাল। রবিবার ব্যতীত প্রত্যহ সকাল ০৪:১০ মিনিটে খড়গপুর থেকে ছেড়ে সকাল ০৫:০০ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

তারপর দুপুর ০২:৩০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছেড়ে বিকাল ০৩:২৫ মিনিটে খড়গপুর পৌঁছাবে।

০৮০৬৯/০৮০৭০ সাতরাগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু লোকাল সপ্তাহের শনিবার ও রবিবার ব্যতীত প্রত্যহ সকাল ০৫:৪০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে সকাল ০৮:৩০ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।

এরপর সকাল ০৯:১০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছেড়ে দুপুর ১২:১৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে।

০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু লোকাল সপ্তাহের রবিবার ব্যতীত প্রত্যহ ভোর ০৫:০৫ মিনিটে ঝাড়গ্রাম থেকে যাত্রা শুরু করে সকাল ০৯:২০ মিনিটে পুরুলিয়া পৌঁছাবে।

এরপর সকাল ১০:০০ মিনিটে পুরুলিয়া থেকে ছেড়ে দুপুর ০২:১৫ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ