যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের প্রশ্নের মুখে! ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে দুই ছাত্রের বিরুদ্ধে নালিশ

images 2024 01 28t213958.169

ফের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইংরাজি স্নাতক বিভাগের দ্বিতীয় বর্ষে পাঠরতাএক মেধাবী দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র ও এক গবেষক-ছাত্রের বিরুদ্ধে।

গত ১৮ জানুয়ারি জলপাইগুড়ির মালবাজারে দাদুর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হয় ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী রেনেসাঁ দাসের (২০) দেহ। পরিবারের অভিযোগ, দুই সিনিয়র ছাত্র রেনেসাঁকে মাদকের নেশায় জড়ানোর চেষ্টা করেছিলেন। তারই জেরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি ছাত্রীর পরিবারের। মাল থানায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ছাত্রীর পরিবার।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

শিলিগুড়ি র বাসিন্দা রেনেসাঁ শিলিগুড়ি গার্লস থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন। রাজ্যের দৃষ্টিহীন পড়ুয়াদের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি নিয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন ছাত্রীদের হোস্টেলে থাকতেন তিনি। ইতিমধ্যে ছাত্রীর পরিবার মালবাজার থানা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিজ়েবিলিটি (এফএসডি) সদস্যেরা বিষয়টি নিয়ে বৈঠকের পর তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ