BRAKING NEWS

Graduation : স্নাতকে চার বছরের পাঠক্রম এখনই হবে না, জানালেন শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী চার বছরের স্নাতক পাঠক্রম এখনই চালু হচ্ছে না বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপাচার্যদের নিয়ে গঠিত কমিটির মতামত অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আগামী শিক্ষাবর্ষে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্নাতক পাঠক্রম তিন বছরের পরিবর্তে ৪ বছরের হবে নাকি সেই বিষয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শনিবার ভাষা মেলায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “এই নিয়ে কোনও কথা বলব না। চার বছরের স্নাতক কোর্স নিয়ে কমিটি গঠন করব। উপাচার্যদের নিয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা হতে পারে, তা নিয়ে সেই কমিটি মত দেবে। তার পর এই বিষয় নিয়ে বলতে পারি।” সেই সঙ্গে পরিকাঠামো তৈরির জন্য প্রচুর টাকা দরকার এবং সেই বিষয়ে ইউজিসি-র তরফে স্পষ্ট নির্দেশিকা আসেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

 

Leave a Reply