লক্ষ্মীভাতা নয়, বেকারদের চাকরি চাই! মেদিনীপুরে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভে মায়েদের কাতর আর্তি

লক্ষ্মীভাতা নয়, বেকারদের চাকরি চাই! মেদিনীপুরে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভে মায়েদের কাতর আর্তি

রাজ্যটেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে উত্তাল হচ্ছে আন্দোলন। পুরভোটের প্রাক্কালে মেদিনীপুরে জেলাশাসক দপ্তরের সামনে চাকরিপ্রার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিলেন তাঁদের পরিজনেরাও।

মেদিনীপুর শহরে জেলাশাসকের দফতরের সামনে রাজ্যের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলনে দেখা মেলে আন্দোলনকারীদের মায়েদেরও। ‘মায়ের করুণ আর্তি’ শীর্ষক প্ল্যাকার্ড হাতে একজন মহিলার উপস্থিতি নজর কাড়ে। প্ল্যাকার্ড-এ লেখা ছিল, “চাইনা মোরা লক্ষ্মীভাতা,
ওরা করুক শিক্ষকতা।
বেকার যুবক হচ্ছে লাশ,
লক্ষ্মী ভাতায় সর্বনাশ।”

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

সম্প্রতি রাজ্যে ক্ষমতায় ফিরে প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্প শুরু করেছে তৃণমূল সরকার। মহিলাদের মাসিক ৫০০ টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে রাজ্যের তরফে। সেই প্রকল্প নয় আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে রাজ্যের কোষাকার যখন শূন্য, তখন এই ধরনের প্রকল্পের বাস্তবতা নিয়েও। টেট উত্তীর্ণদের বিক্ষোভে এক মায়ের এই ধরনের প্ল্যাকার্ড সহ উপস্থিতি সেই বিতর্ককেই ফের উস্কে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ