বিগত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
ভোট পরবর্তী হিংসায় বিজেপি সমর্থককে খুনের অভিযোগ উঠেছিল শেখ সুফিয়ানের বিরুদ্ধে। ভোটের ফল ঘোষণার পরে সিবিআই মামলা দায়ের করে। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন শেখ সুফিয়ান। কিন্তু তা না-মঞ্জুর হয়। এরপরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর গ্রেপ্তারি নিয়ে গত ২০ জানুয়ারি রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। এবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হল।
- Advertisement -
নন্দীগ্রামের চিল্লোগ্রামে দেবব্রত মাইতি নামে এক বিজেপি সমর্থককে খুনের অভিযোগ ওঠে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। সুফিয়ানের জামাই শেখ হবিবুল-সহ একাধিক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সিবিআই। ফলে তাঁকেও গ্রেপ্তারের সম্ভাবনা দেখা দেয়।
- Advertisement -
ফলে আদালতের দ্বারস্থ হন তিনি। সিবিআই এর বিরোধিতা সত্ত্বেও সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি এ এস ওকা-র বেঞ্চ একাধিক শর্ত সাপেক্ষে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে।