BRAKING NEWS

Group D Recruitment : গ্রুপ ডি শূন্য পদে হবে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

এসএসসি-র তরফে গ্রুপ ডি শূন্য পদে হবে নিয়োগ। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে ৪০ জনকে আগামী ২ রা মার্চ কাউন্সিলিং এর জন্য তলব করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ওএমআর শিট বিকৃতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর। এরপর শূন্যপদে য়োগের জন্য কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে প্রথম পর্যায়ে ৪০ জনকে। মূলত ওয়েটিং লিস্ট থেকে এই চাকরিপ্রার্থীদের ডাকা হয়েছে। এসএসসি-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২ মার্চ কাউন্সেলিং প্রক্রিয়া হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে প্রার্থীদের কেউ ওএমআর শিট বিকৃতিতে কাণ্ডে অভিযুক্ত হলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাতিল করা হবে৷