BRAKING NEWS

SSC Group C : সুপারিশ ছাড়াই ৫৭ জনের চাকরির অভিযোগ, দু’ঘন্টার মধ্যে তালিকা প্রকাশের আদেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

SSC Group C : সুপারিশ ছাড়াই ৫৭ জনের চাকরির অভিযোগ, দু’ঘন্টার মধ্যে তালিকা প্রকাশের আদেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, GNE BANGLA

অভিযোগ উঠেছে এসএসসি-র তরফে কোনরকম সুপারিশ পত্র ছাড়াই চাকরি পেয়েছেন ৫৭ জন গ্রুপ সি কর্মী। শুক্রবার সেই মামলার শুনানিতে ৫৭ জন গ্রুপ সি কর্মীর নামের তালিকা ২ ঘন্টার মধ্যে প্রকাশ করার কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এসএসসি নিয়ম অনু্যায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল স্তরের কোনো নিয়োগে এসএসসি সুপারিশ পত্র না দিলে কোনো কর্মীকে নিয়োগ করা যায় না। কিন্তু অভিযোগ উঠেছে, এসএসসি সুপারিশ পত্র না দিলেও ৫৭ জন গ্রুপ সি কর্মী চাকরিতে নিযুক্ত হয়েছেন। সেই মামলায় বৃহস্পতিবারও ছিল শুনানি। ঐ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ‘সুপারিশপত্র ছাড়া কী ভাবে চাকরি পেলেন এই ৫৭ জন। কে তাঁদের সুপারিশপত্র দিল?’ শুক্রবার ২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের নামের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করার নির্দেশ দিলেন তিনি। তালিকা প্রকাশ হওয়ার পর পুনরায় হবে মামলার শুনানি।

SSC Group C : ৩,১১৫ জনের ওএমআর শিট প্রকাশ কমিশনের, এবার কি চাকরি যাবে গ্রুপ সি-এর