‘তালিকা আসবে হেলিকপ্টারে’, দুর্নীতি প্রসঙ্গে কড়া মন্তব্য হাইকোর্টের

'তালিকা আসবে হেলিকপ্টারে', দুর্নীতি প্রসঙ্গে কড়া মন্তব্য হাইকোর্টের

 

ভুয়ো শিক্ষাকর্মী নিয়োগ প্রসঙ্গে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। ওএমআর শিটে কোনো নম্বর না পেলেও মোট ১৬৯৮ জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে, সিবিআই আইনজীবীর এমন অভিযোগের প্রেক্ষিতে বিকাল ৩ টের মধ্যে প্রয়োজনে হেলিকপ্টারে এসে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদকে।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী জানান, মোট ১৬৯৮ জন ওএমআর শিটে কোনো নম্বর না পেলেও বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে। যা শুনে বিচারপতি বলে ওঠেন, “সর্বনাশ! শূন্য পেয়ে চাকরি, সর্বনাশ!’’ এরপরেই বিকেল ৩টের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে সেই সব শিক্ষাকর্মীদের তালিকা আদালতে পেশ করতে বলেন। পর্ষদের আইনজীবী তালিকা পেশ করতে এক দিন সময় চাইলে বিচারপতি স্পষ্ট জানান, কোনও সময় দেওয়া যাবে না। দরকারে হেলিকপ্টারে আসুক। বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যেই এই তালিকা নিয়ে আদালতে হাজিরা দিতে হবে।

সেই সঙ্গে বেআইনি ভাবে কর্মরতদের আর এক দিনও স্কুলে দেখতে চান না বলে জানিয়ে বিচারপতি বসু রাজ্যের আইনজীবীকে বলেছেন, ‘শিক্ষা দফতরকে হিসাব করতে বলুন, এঁদের এখনও পর্যন্ত কত টাকা বেতন দেওয়া হয়েছে। সব ফেরত নিতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ