নাম না নিয়ে শুভেন্দুর কার্টুন ও নিরুদ্দেশ পোস্টার

নাম না নিয়ে শুভেন্দুর কার্টুন ও নিরুদ্দেশ পোস্টার

বৃহস্পতিবার কলকাতারাজ্যের একাধিক জায়গায় নাম না নিয়ে শুভেন্দু অধিকারীর কার্টুন ও নিরুদ্দেশ পোস্টারের দেখা মিললো৷ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের তরফে ঐ পোস্টারের একাধিক বিষয় নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বিরোধী দলনেতাকে।

হাওড়া, ব্যারাকপুর, বর্ধমান, কলকাতার একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের তরফে ঐ ‘নিরুদ্দেশ সংবাদ’ শীর্ষক পোস্টারে নাম না করে এক ব্যক্তির পরিচয় ও বর্ণনা করা হয়েছে। লেখা হয়েছে, “রূপ: দেখতে গোলগাল, নাদুসনাদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা: বাড়ি কাঁথিতে। অসুখ: ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকোন। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। বিশেষ চিহ্ন: অভিষেক শব্দটি শুনলেই দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য শাখার দায়িত্ব পেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তার পরেই প্রকাশিত এই পোস্টারে কারও নাম না থাকলেও শাসক দলের কটাক্ষের ইঙ্গিত বিরোধী দলনেতার দিকেই বলে অভিমত রাজনৈতিক মহলের৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ