বড়দিনের আগে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার ২

বড়দিনের আগে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার ২

বেঙ্গল পুলিশের তদন্তকারী সংস্থা এস টি এফ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার হল ১৩ কেজি বিস্ফোরক ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগজিন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো টেকনো সিটি থানা এলাকায়।

অভিযোগ টেকনো সিটি থানার শাপূর্জি বাস স্ট্যান্ডের সামনে দিয়ে জামির শেখ ও মহম্মদ শাকিল নামে দুষ্কৃতী ১৩ কেজি বিস্ফোরক ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগজিন নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে বেঙ্গল পুলিশের এসটিএফ কর্মীরা।

এরপর আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। সেখানে বিচারকের কাছে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানান এসটিএফ আধিকারিকরা। কারণ তারা ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্ফোরক ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল ধৃতরা, তাদের সঙ্গে কারা কারা জড়িত আছে এবং তাদের এর পিছনে মূল উদ্দেশ্য কি ছিল, এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবেন।

স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে টেকনো থানা এলাকার শাপূর্জি বাস স্ট্যান্ডের সামনে জামির শেখ ও মহম্মদ শাকিল নামে দুই দুষ্কৃতী ১৩ কেজি বিস্ফোরক ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগজিন পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বেঙ্গল পুলিশের তদন্তকারী সংস্থা এস টি এফয়ের অধিকারিকরা খবর পেয়ে তাদের গ্রেফতার করে।

এরপর আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। সেখানে বিচারকের কাছে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানান এসটিএফ আধিকারিকরা। কারণ তারা ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্ফোরক ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল ধৃতরা, তাদের সঙ্গে কারা কারা জড়িত আছে এবং তাদের এর পিছনে মূল উদ্দেশ্য কি ছিল, এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ