BRAKING NEWS

DA Case : সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আগামী ১৭ এপ্রিল রাজ্য সরকারকে ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। চলছে দফায় দফায় বনধ, কর্মবিরতি, অবস্থান বিক্ষোভ। আন্দোলনকারীদের কর্মবিরতির ফলে সরকারি প্রতিষ্ঠানের কাজ ব্যহত হচ্ছে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ দায়ের করেন এক আইনজীবী।

বৃহস্পতিবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১৭ এপ্রিল মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে রাজ্য সরকারকে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের তিন সদস্যের সঙ্গে আলোচনায় বসতে হবে। ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছে হাইকোর্ট।

Leave a Reply