Suvendu Adhikari : হাইকোর্টে ফের পঞ্চায়েত মামলা, শুভেন্দুর আবেদন মানছে না আদালত

Suvendu Adhikari : হাইকোর্টে ফের পঞ্চায়েত মামলা, শুভেন্দুর আবেদন মানছে না আদালত

পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর মামলা হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। তারই মাঝে আগামী ৭ দিন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না করার আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। কিন্তু মামলা সুপ্রিম কোর্টে যাওয়া সত্ত্বেও দ্রুত শুনানির প্রয়োজন কোথায় সেই বিষয়ে প্রশ্ন তুললো হাইকোর্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে ওবিসি সম্প্রদায়ের গণনা সংক্রান্ত বিষয়ে ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না৷ তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোর বিষয়ে শুভেন্দু আলাদা মামলা করতে পারেন।

আরও পড়ুন:  Scam : এবার নজরে তৃণমূল বিধায়ক তাপস সাহা, মামলার অনুমতি হাইকোর্টের

এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শীর্ষ আদালত। তাই আগামী ৭ দিন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা যেন না হয়, সেই আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের যান শুভেন্দু। সেই মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় দ্রুত শুনানির প্রয়োজন কোথায়?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ