Medinipur : যাদবপুর কান্ডে ধৃত সৌরভ মেদিনীপুর কলেজের প্রাক্তনী নয়, দাবি কলেজ কর্তৃপক্ষের

Medinipur : যাদবপুর কান্ডে ধৃত সৌরভ মেদিনীপুর কলেজের প্রাক্তনী নয়, দাবি কলেজ কর্তৃপক্ষের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ধৃত সৌরভ মেদিনীপুর কলেজের প্রাক্তনী। কিন্তু সেই দাবি অস্বীকার করা হয়েছে মেদিনীপুর কলেজের তরফে।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানার খারুসা এলাকার বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের প্রাক্তনী সৌরভ চৌধুরী। তিনি ২০২২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হন এবং তারপরেও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই থাকতেন। বিভিন্ন তরফে দাবি করা হয়েছিল তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুল এবং মেদিনীপুর কলেজেরও প্রাক্তনী। কিন্তু মেদিনীপুর কলেজের তরফে দাবি অস্বীকার করে জানানা হয়েছে, সৌরভ চৌধুরী ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে মেদিনীপুর কলেজে গণিত নিয়ে ভর্তি হলেও তা সম্পূর্ণ করেনি। এমনকি প্রথম সেমিস্টারের পরীক্ষাতেও বসেনি। সে মেদিনীপুর কলেজ থেকে কোনও রকম ডিগ্রি অর্জন করেনি। ফলে সৌরভ কোনও ভাবেই এই কলেজের প্রাক্তনী নয়। তাকে মেদিনীপুর কলেজের প্রাক্তনী হিসেবে উল্লেখ করে কলেজকে কালিমালিপ্ত না করার জন্য আবেদন জানানো হয়েছে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের তরফে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ