Ragging : যাদবপুরকাণ্ডে মামলা কলকাতা হাইকোর্টে, র‌্যাগিং-বিরোধী নির্দেশিকা অমান্যের অভিযোগ

Ragging : যাদবপুরকাণ্ডে মামলা কলকাতা হাইকোর্টে, র‌্যাগিং-বিরোধী নির্দেশিকা অমান্যের অভিযোগ

যাদবপুরকাণ্ডের পর মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ আনা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের র‌্যাগিং-বিরোধী নির্দেশিকা মান্য করা হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলিতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলার অনুমতি দিয়েছেন।

র‍্যাগিং আটকাতে র‌্যাগিং-বিরোধী কমিটি গঠন করা হয়েছিল অনেক আগেই। একাধিক নির্দেশিকা জারি করেছিল সেই কমিটি। ইউজিসি তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিকা জারি করলেও রাজ্যের অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয় সেগুলিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। আরও অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতোই রাজ্যের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে জুনিয়র ছাত্রছাত্রীদের উপর সিনিয়র ছাত্রছাত্রীদের র‍্যাগিং অবাধে চলছে। যার পরিণতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। সেই মর্মে সোমবার কলকাতা হাইকোর্টে পিআইএল দাখিল করে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং-বিরোধী কমিটির নির্দেশিকার বাস্তবায়নের দাবি করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

 

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ