“৩০ হাজার চাকরি তৈরি আছে”, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে এবং যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন তাঁরা সেই চাকরি পাবেন। ‘জব ফেয়ার’ করা হবে বলেও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী।

এইদিন মুখ্যমন্ত্রী বলেন, “আইটিআই ও পলিটেকনিকে স্কিল ট্রেনিং দিচ্ছি। জব ফেয়ার করছি আমরা। চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই ৩০ হাজার চাকরি তৈরি আছে। স্কিল ট্রেনিং যাঁরা নিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া হবে।” বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উচ্চশিক্ষায় কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম সারিতে রয়েছে। এছাড়াও সিবিএসই, আইসিএসইর সঙ্গে রাজ্যের স্কুল শিক্ষার মান এখন সমতুল্য বলেও মুখ্যমন্ত্রীর অভিমত।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

অন্যদিকে বিদেশে উচ্চশিক্ষা সমাপ্ত করে মেধাবী ছাত্র ছাত্রীদের এদেশে ফিরে এসে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি জানান, ১০ বছরে রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়, ৫১টি নতুন কলেজ, ১৪টি মেডিক্যাল কলেজ, ২৭২টি আইটিআই, ১৭৬টি পলিটেকনিক, সাত হাজার নতুন স্কুল তৈরি হয়েছে। এছাড়াও কেন্দ্রকে আক্রমণ করে তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে অর্থনৈতিক ভাবে অবরুদ্ধ করতে ১০০ দিনের কাজের টাকা ছ’মাস ধরে বন্ধ করে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ