কৃষকরা পাবেন ২ লক্ষ টাকা! আবেদন করুন দুয়ারে সরকার ক্যাম্পে

কৃষকরা পাবেন ২ লক্ষ টাকা! আবেদন করুন দুয়ারে সরকার ক্যাম্পে

রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধপ্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য করা হয়। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন ব্যক্তিরা ২ লক্ষ টাকার জীবন বীমার সুবিধাও পান। এই বীমা পরিষেবার জন্য আবেদন করা যেতে পারে দুয়ারে ক্যাম্পে। এই প্রকল্পে নথিভুক্ত কোনও ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবার ২ লক্ষ টাকা বীমার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 2/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে –
(১) আবেদনকারীর আধার কার্ড,
(২) আবেদনকারীর ভোটার কার্ড,
(৩) একটি বৈধ মোবাইল নম্বর,
(৪) আবেদনকারীর নিজস্ব রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,
(৫) আবেদনকারীর নিজস্ব ব্যাংকের পাসবুক,
(৬) আবেদনকারীর জমির রেকর্ড ইত্যাদি।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 4/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত কৃষক মারা গেলে ২ লক্ষ টাকা বীমার জন্য আবেদন করতে লাগবে –
(১) মৃত কৃষকের পরিচয় পত্র (আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি),
(২) মৃত কৃষকের মৃত্যুর সার্টিফিকেট,
(৩) ব্লক অফিস থেকে যোগ্য আবেদনকারীর নথিপত্র,
(৪) কৃষকের জমির রেকর্ড,
(৫) পূরণ করা আবেদন ফর্ম।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ