SSC Group C : ৩,১১৫ জনের ওএমআর শিট প্রকাশ কমিশনের, এবার কি চাকরি যাবে গ্রুপ সি-এর

SSC Group C : ৩,১১৫ জনের ওএমআর শিট প্রকাশ কমিশনের, এবার কি চাকরি যাবে গ্রুপ সি-এর

আদালতের নির্দেশ অনু্যায়ী, এসএসসি গ্রুপ সি কর্মীদের ৩,৪৭৭ জনের ওএমআর শিট পরীক্ষা করে ৩,১১৫ জনের ওএমআর শিট নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। মাত্র ৩৬২ জনের ওএমআরে কোনও গড়মিল ধরা পড়েনি।

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তের সময় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এসএসসি-র গ্রুপ সি-র পরীক্ষার ৩৪৭৮টি উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করে সিবিআই। কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসির আইনজীবী জানান, অনেক ক্ষেত্রেই উদ্ধার হওয়া উত্তরপত্রে প্রাপ্ত নম্বর ও কমিশনের কাছে থাকা নম্বরে রয়েছে বহু ফারাক। এরপরেই ৯ মার্চের মধ্যে সেই সব উত্তর পত্র পুনরায় খতিয়ে দেখে ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:  Purulia School Close : শিক্ষক ২ জন ও ছাত্র ৭ জন পুরুলিয়ার স্কুলে, বন্ধের সুপারিশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

জানা গিয়েছে, ৩,৪৭৭টি ওএমআর শিট পরীক্ষা করেছে এসএসসি। ৩৬২টি ওএমআর শিটে বিকৃতি নেই। বাকিগুলিতে গড়মিল ধরা পড়েছে। বৃহস্পতিবার কমিশন নিজেদের ওয়েবসাইটে সেই ৩,১১৫ জনের ওএমআর শিট প্রকাশ করেছে। আরও জানা গিয়েছে, এঁদের মধ্যে ৭০-৮০ জনের নম্বর কমানো হয়েছে। নবম-দশম শ্রেণির শিক্ষক ও গ্রুপ ডি কর্মীদের পর এবার গ্রুপ সি কর্মীদের চাকরি যাবে কিনা সেই বিষয়ে উঠে গেল প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ