মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ বাকি পৌরসভা নির্বাচন হবে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে

গতকাল রাজ্যের ১০৮ পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে রাজ্য ও নির্বাচন কমিশনের মতামত চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কার্যত হাইকোর্টের প্রশ্নের ভিত্তিতে বৃহস্পতিবার নিজের সিদ্ধান্ত জানালেন রাজ্য নির্বাচন কমিশন। শেষমেষ বাদবাকি পুর নির্বাচনের মতো রাজ্য পুলিশে ভরসা রেখেই ১০৮ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন কমিশন সৌরভ দাস।

বস্তত বুধবার হাইকোর্টের তরফ থেকে জানানো হয়, ‘বিরোধীদের অভিযোগ সম্পর্কে কি ভাবেছে রাজ্য সরকার! আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি ভাবছে রাজ্য! এছাড়াও ৪ পুর নির্বাচনে সিসিটিভি ফুটেজের সংরক্ষণও চেয়েছিল হাইকোর্ট। এমতাবস্থায় বৃহস্পতিবার হাইকোর্টের প্রশ্নের উত্তর দিলেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য , কলকাতা সহ রাজ্যের ৪ পুর নির্বাচনে কেন্দ্রবাহিনীর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীদল। তবে প্রতইবারই নির্বাচন কমিশনের উপর এই দায়িত্ব তুলে দেয় হাইকোর্ট। এবারও তার অন্যথা হলো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ