রাজ্যের মেডিকেল কলেজের সাফল্য! মিললো কেন্দ্রীয় স্বীকৃতি

images 2024 01 17t192053.633

সর্বভারতীয় স্তরে স্বীকৃতি পেল রাজ্যের তিনটি মেডিকেল কলেজ হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এ এই স্বীকৃতি পেয়েছে বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 4/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

জানা গিয়েছে, গত অক্টোবর ও নভেম্বর মাসে পরিদর্শন ও মূল্যায়নের পরে ‘মুসকান’ ও ‘লক্ষ্য’ কর্মসূচিতে এই সাফল্য পেয়েছে রাজ্যের মেডিকেল কলেজ তিনটি। ‘মুসকান’-এর ক্ষেত্রে শিশুরোগ বিভাগের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, সিক নিউ বর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ), নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারের (এনআরসি) বিষয়গুলি মূল্যায়ন ও পরিদর্শন করেছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। অন্যদিকে ‘লক্ষ্য’ কর্মসূচিতে প্রসূতি স্বাস্থ্যের গুণগত দিক বিচার করে মূল্যায়ন করা হয়েছে। এই সাফল্যের বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠির মাধ্যমে জানিয়েছেন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ