- Advertisement -
রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে নজরদারির অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। ভোটকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে পঞ্চায়েত ভোটে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল মানবাধিকার কমিশন। বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।
শুনানিতে মানবাধিকার কমিশন রাজ্যে ২০১৮ এবং ২০২১ সালের ভোটের সময়ে অশান্তির ঘটনা উল্লেখ করে মানবাধিকার রক্ষার দায়িত্ব নিতে চায়। অন্যদিকে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তা উল্লেখ করে তৃতীয় কেউ নির্বাচন বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না বলে পাল্টা যুক্তি সাজায় রাজ্য নির্বাচন কমিশন৷ বুধবারের রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনকে পর্যবেক্ষক নিয়োগের অনুমতি দেয়নি।