BRAKING NEWS

Fake Maoist : চাকরির আবেদন ‘ভুয়ো মাওবাদী’দের, অভিযোগ খোদ এডিজি-র, খতিয়ে দেখার আশ্বাস

ঝাড়গ্রামের শিলদায় শহীদ স্মরণ অনুষ্ঠানে এসে ঘোরতর অভিযোগ আনলেন খোদ পুলিশের এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। জানালেন, মাওবাদী পুনর্বাসন প্রকল্পে চাকরির আবেদন করেছে অনেক ‘ভুয়ো’ মাওবাদী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ১৩ তম শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন রাজ্য পুলিশের এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। ২০১০ সালের ১৫ ই ফেব্রুয়ারি শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় ২৪ জন জওয়ানের মৃত্যু হয়। এরপর ওখান থেকে সরে যায় ক্যাম্প। ঐ জায়গায় শহীদ জওয়ানদের স্মৃতিতে ২৪টি মেহগনি গাছ রোপন করে জল সিঞ্চন করেন অনুষ্ঠানে উপস্থিত এডিজি, জেলাশাসক, পুলিশ সুপার প্রমুখরা।

Elephant : হাতির মৃতদেহ লালগড় লকাট বিট অফিসের সামনে, মৃত্যুর কারণ অজানা

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পুনর্বাসন প্যাকেজ ও চাকরির ঘোষণা করেন। এরপর অনেক মাওবাদী সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন। এডিজি জানিয়েছেন, শুধুমাত্র ঝাড়গ্রাম জেলা থেকে ১ হাজারের বেশি মাওবাদী চাকরি পেয়েছেন। কিন্তু এখন নতুন আবেদনের সঙ্গে অনেক ‘ভুয়ো’ আবেদন জমা পড়েছে বলে অভিযোগ তাঁর। এমন অনেকে আবেদন করেছেন যাঁরা মাওবাদী আন্দোলনে যুক্তই ছিলেন না। জেলা পুলিশ সুপার আবেদনগুলি খতিয়ে দেখছেন এবং খতিয়ে দেখার পরেই সেইগুলি নিয়ে কাজ এগোবে বলে আশ্বাস দিয়েছেন এডিজি।

Jhargram : পুড়ে ছাই মাটির সৃষ্টি প্রকল্পে তৈরি ফলের বাগান, উঠছে আগুন লাগানোর অভিযোগ