Durga Puja 2023 : বিশেষ চাহিদা সম্পন্ন মৃৎশিল্পীকে হুইল চেয়ার উপহার, সুবর্ণরৈখিক পরিবারের অন্য এক পুজো

Durga Puja 2023 : বিশেষ চাহিদা সম্পন্ন মৃৎশিল্পীকে হুইল চেয়ার উপহার, সুবর্ণরৈখিক পরিবারের অন্য এক পুজো

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দুর্গাপুজো শুরু হয়েছে! অসুরদলনী দেবীর আরাধনায় ব্রতী বাঙালি। কিন্তু এই পুজো অনেকের কাছেই একটু অন্যরকম। সেই অন্যরকম পুজোর অংশীদার হল সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’। চতুর্থীর সন্ধ্যায় খড়গপুর গ্রামীণের কলাইকু্ন্ডা এলাকার বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন মৃৎশিল্পী স্বপন দাসকে উৎসবের উপহার হিসাবে দেওয়া হল হুইলচেয়ার।

মূলতঃ কলাইকুন্ডায় এয়ার ফোর্সে কর্মরত অভিনেশ নায়েকে ও সুবর্ণরৈখিক ফেসবুক গ্রূপের অ্যাডমিন বিশ্বজিৎ পালের আর্থিক সহযোগিতায় ও উদ্যোগে মৃৎশিল্পী স্বপন দাসকে সাহায্য করা হয়। বিশ্বজিৎবাবু কর্মক্ষেত্রে যাওয়ার সময় রাস্তার ধারে মৃৎশিল্পী স্বপন দাসকে হুইলচেয়ারেই প্রতিমা বানাতে লক্ষ্য করেন। তিনি দেখেন শিল্পীর হুইল চেয়ারটি জরাজীর্ণ। তিনি বিষয়টি ফেসবুল লাইভে জানিয়ে মৃৎশিল্পীকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন। অনেকের সঙ্গে এগিয়ে আসেন অভিনেশ নায়েক।

আরও পড়ুন:  Durga Puja Weather : পুজো কি তবে বৃষ্টিতে ভাসবে! কি বলছে আবহাওয়ার পূর্বাভাস

মূলত তাঁদের আর্থিক সাহায্যে সুবর্ণরৈখিক পরিবারের ব্যবস্থাপনায় চতুর্থীর দিন স্বপনবাবুকে হুইল চেয়ার প্রদান করা হয়। এই উপহার পেয়ে খুশি স্বপনবাবু। তাঁর পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষজন গ্রুপের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি ধারাবাহিক ভাবে এই ফেসবুক গ্রুপটি রক্তদান, চারাগাছ রোপণ, শীতবস্ত্র বিতরণ, উৎসবের উপহার বিতরণ, দুঃস্থ ও যক্ষারোগীদের খাদ্য সামগ্রী বিতরণ, ক্যানসার রোগীদের সাহায্য প্রভৃতি নানান সমাজসেবামূলক কাজ করে চলেছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ