চার পুরসভায় ভোট বাতিলের দাবি শুভেন্দুর, বিজেপির বিক্ষোভ ঘিরে বিশৃঙ্খলা

চার পুরসভায় ভোট বাতিলের দাবি শুভেন্দুর, বিজেপির বিক্ষোভ ঘিরে বিশৃঙ্খলা

মঙ্গলবার শেষ হয়েছে পুরভোটে মনোনয়ন জমা দেওয়া। তারপরেই বিজেপি কর্মীদের পুরভোটে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে এবং পুরভোটের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কমিশনের অফিস ঘেরাও করে সাঁইথিয়া, বজবজ, দিনহাটা ও বোলপুরে ভোট বাতিলের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূলের বিরুদ্ধে পুরভোটে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ আগেই এনেছিল বিজেপি। তারই প্রতিবাদে এবং পুরভোটের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি-র যুব মোর্চা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দফতরের সামনে দুপুর ২টো থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধস্তি হয়। বিজেপি-র যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং বিজেপি নেতা কল্যাণ চৌবে সহ ৪০-৪৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:  অভিষেকের ছেলেকে নিয়ে টুইটের অভিযোগ, শুভেন্দুকে শোকজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

আরও পড়ুন:  Dilip Ghosh: "পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না", গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

বিজেপির কর্মসূচিতে পরে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি অভিযোগ করেন, রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছি। আমাদের পরামর্শ, বিধাননগরে আধা-সামরিক বাহিনী মোতায়েন না করা হলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।

আরও পড়ুন:  শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

আরও পড়ুন:  Jhargram: "তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের", আক্রমণ সুকান্ত মজুমদারের

অন্যদিকে বিরোধীরা বেশির ভাগ আসনে মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সাঁইথিয়া, বজবজ, দিনহাটা এবং বোলপুর দখল কার্যত সময়ের অপেক্ষা। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে এই চার পৌরসভায় ভোট বাতিলের দাবিও জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ