শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

কুমন্তব্য ও তফসিলি জাতি উপজাতিকে অপমান করার অভিযোগ এনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় এফআইআর দায়ের করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

কিছুদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই দিল্লি, নন্দীগ্রাম ও মেদিনীপুরে অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু পরিস্থিতি প্রশমিত হয়নি। এরই মধ্যে একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বীরবাহা হাঁসদাকে পায়ের নীচে রাখার কথা বলেছেন। যদিও GNE Bangla-র তরফে সেই ভিডিও-র সত্যতা যাচাই করা হয়নি৷ তৃণমূলের দাবি ভিডিওটি ২০২২ সালের জানুয়ারী মাসে নেতাই-এর একটি জনসভার৷

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

সেই ভিডিও প্রেক্ষিতে ঝাড়গ্রাম থানায় গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বীরবাহা। তাঁর উদ্দেশ্যে কুমন্তব্যের মাধ্যমে একজন মহিলা ও সমগ্র তফসিলি জাতি উপজাতিকে অপমান করা হয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে এসসি-এসটি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ