টিউশন পড়ানো স্কুলশিক্ষকরা সাবধান! নবান্নে তৈরি হচ্ছে তালিকা

টিউশন পড়ানো স্কুলশিক্ষকরা সাবধান! নবান্নে তৈরি হচ্ছে তালিকা

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই প্রাইভেট টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য সরকার ঐ সব স্কুল শিক্ষকদের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। জেলায় জেলায় গিয়েছে নির্দেশ।

২০১৮ সালের মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করা হয়, পর্ষদের নিয়ন্ত্রণাধীন সরকারি ও সরকার পরিচালিত স্কুলগুলির শিক্ষকেরা কোন রকম প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। তার অন্যথা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু অভিযোগ, এক শ্রেণির সরকারি শিক্ষক সেই নির্দেশ অগ্রাহ্য করে অবাধে প্রাইভেট টিউশন পড়িয়ে চলেছেন। টিউশন টিচারদের সংগঠনের তরফে এরই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়। অভিযোগ খতিয়ে দেখে চলতি বছরের মে মাসে আদালত পদক্ষেপ নিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়।

জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনে নবান্নের তরফে প্রাইভেট টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের তালিকা তৈরি করার জন্য জেলায় জেলায় নির্দেশ গিয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা দফতরই নয়, টিউশন টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফেও তালিকা তৈরি করা হচ্ছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ