SSC Protest : এসএসসি দফতর অভিযান চাকরিপ্রার্থীদের, ধস্তাধস্তি আটক ঘিরে ধুন্ধুমার

SSC Protest : এসএসসি দফতর অভিযান চাকরিপ্রার্থীদের, ধস্তাধস্তি আটক ঘিরে ধুন্ধুমার

উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের আন্দোলন ও এসএসসি দফতর আচার্য ভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক মিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল সল্টলেক ও দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের কাছে। হাজরা মোড় এবং সংলগ্ন অঞ্চল থেকে ৪০ জন বিক্ষোভকারীকে আটক করেছে কালীঘাট ও ভবানীপুর থানার পুলিশ।

২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি বের হয়। ২০১৫ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে ইন্টারভিউ ও নিয়োগ বিজ্ঞপ্তি। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, আপার প্রাইমারিতে ১৪ হাজার ৩৩৯ শূন্যপদ থাকলেও এখনও পর্যন্ত তাঁরা চাকরি পাননি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও প্যানেল গঠন হয়নি বলে অভিযোগ। অবিলম্বে প্যানেল গঠন করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার সকালে সল্টলেকে আচার্য ভবনের সামনে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে আন্দোলনকারীদের। বিধাননগর থানার পুলিশ ও র‍্যাফ আন্দোলনকারীদের হটিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আন্দোলনকারীরা হাজরা মোড়ে বিক্ষোভ দেখাতে আসছিলেন। কিন্তু যতীন দাস পার্ক মেট্রো স্টেশন এলাকায় পুলিশ তাঁদের আটকে দেয়। তাদের টেনেহিচড়ে মারধর করে হটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বেআইনি ভাবে জমায়েত এবং বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে ৪০ জনকে আটক করেছে পুলিশ।

 

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ