Suvendu: “দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার”, ট্রাফিক ফাইন নিয়ে শুভেন্দুর তীব্র আক্রমণ

Suvendu: "দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার", ট্রাফিক ফাইন নিয়ে শুভেন্দুর তীব্র আক্রমণ

রাজ্য পুলিশের ট্রাফিক আইনে জরিমানার মাত্রারিক্ত টাকা আদায় করা হচ্ছে অভিযোগ এনে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার শুভেন্দু অধিকারী নিজের সমাজ মাধ্যমের পেজে একটি ট্রাফিক ফাইন স্লিপের ছবি দেন। সেখানে দেখা যাচ্ছে খড়গপুরের বাসিন্দা এক বাইক আরোহীকে ৬ হাজার টাকা ফাইন করা হয়েছে। শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে অভিযোগ করেছেন, “দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রোজগার বৃদ্ধি করতে নতুন পন্থা অবলম্বন করছে। ট্রাফিক পুলিশ বিভাগ কে নির্দেশ দেওয়া হয়েছে জরিমানা কয়েকগুন বৃদ্ধি করে আয় বাড়াতে।”

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

তাঁর প্রশ্ন, “ট্রাফিক আইন অমান্য করলে, অবশ্যই সেই ব্যক্তির জরিমানা অথবা যোগ্য শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তির মাত্রা সামঞ্জস্য বজায় রেখে হবে তেমনটাই ন্যায্য। হেলমেট না পরা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়, কিন্তু এই অপরাধে ৬০০০ টাকা ফাইন কি মাত্রাতিরিক্ত নয়?” এরপরেই বিরোধী দলনেতার কটাক্ষ, “ট্রাফিক পুলিশ বিভাগের বোঝা উচিত এই ভাবে উপার্জন বাড়ানোর চেষ্টা করে সরকারের দেউলিয়াপনা মেটানো কোনোভাবেই সম্ভব হবে না।” বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, “সাধারণ মানুষের ওপর বোঝা চাপালে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তার ফল কিন্তু তাদেরকেই ভোগ করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ