‘মমতা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন’, গুরুতর অভিযোগ শুভেন্দুর

images 2024 01 17t143109.828

অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় মিছিলের ঘোষণাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা’ হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। ঐদিন প্রতি ব্লকে ‘সংহতি মিছিল’ করার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কালীঘাট থেকে রেড রোড পর্যন্ত মিছিলে মুখ্যমন্ত্রী মা মেলাবেন বলে জানিয়েছেন। তা নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাতে কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এটা খুবই উদ্বেগজনক। সংখ্যালঘু মুসলিম ভোটব্যাঙ্ক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। প্রতিটি ব্লকে ব্লকে সংহতি মিছিলের নামে উনি রামনবমীর মত হিংসে ছড়াতে চাইছেন যাতে মানুষের প্রাণহানি হয় এবং সম্পত্তির ক্ষতি হয়। মানুষের কাছে এটা খুবই উদ্বেগজনক যে, পুলিশমন্ত্রী এবং রাজ্যের মুখিয়া হয়ে নিজেই রাজ্যে আগুন লাগানোর চেষ্টা করছেন।” শুভেন্দু আরও বলেন, “আমি মহামান্য রাজ্যপালের কাছে অনুরোধ করব যাতে উনি রাজ্যে প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করেন। বিশেষ করে রাজ্যের সংবেদনশীল এলাকাগুলিতে।”

আরও পড়ুন:  সাবধান! দেশ জুড়ে নতুন মহামারীর আতঙ্ক

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ