Durga Puja 2023 : থিমের প্যান্ডেল নয়, পুজোতে ঝাড়গ্রামের মন্দিরেই হয় লক্ষ মানুষের ভিড়

Durga Puja 2023 : থিমের প্যান্ডেল নয়, পুজোতে ঝাড়গ্রামের মন্দিরেই হয় লক্ষ মানুষের ভিড়

দুর্গা পুজো মানেই পুজোর থিম দেখতে ভিড় হবে এটা স্বাভাবিক। তবে ঝাড়গ্রাম জেলার এই মন্দিরগুলোতে মূর্তি পুজোর ভিড়ের কথা শুনলে চোখ কপালে উঠবে আপনার। ঝাড়গামের চিল্কিগড়ে কনক দুর্গা মন্দির, গুপ্তমনি ও জয় চন্ডী মন্দির গুলোতে মায়ের ভক্তরা পুজো দিতে ভিড় জমান।

জাম্বনি ব্লকের চিল্কিগড় মন্দিরে নবমীতে মোষ, ছাগল, ভেড়া বলি দেওয়া হয়। ওই মন্দিরে লক্ষ মানুষের ভিড় জমে ঐদিন। ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরেও চোখে পড়ার মতো ভিড় জমে। এছাড়াও ন্যাশনাল হাইওয়ের ধারে গুপ্তমনি মন্দিরেও বলি পূজার প্রচলন আছে। মন্দিরের জায়গা অল্প তাই পুজোর সময় ভিড়ে পা ফেলার মতো জায়গা থাকে না।

আরও পড়ুন:  Durga Puja 2023 : নাকতলা উদয়ন সংঘের দূর্গা পুজো নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থের

গ্রামের মধ্যে অবস্থিত জয়চন্ডী মন্দির। এই মন্দিরেও নবমীতে প্রচুর ভিড় জমে।ভিড়ের লাইন প্রায় এক থেকে দেড় কিলোমিটার ছাড়িয়ে যায়। সারাদিন ধরে পুজো চলে। এই জয়চন্ডী ও গুপ্তমনি মন্দিরে পূজা করেন শবর সম্প্রদায়ের মানুষ। মন্দিরগুলির ইতিহাস ও বিশ্বাস নিয়ে বহু প্রচলিত ধারণা রয়েছে। তাই মনস্কামনা পূর্ণ করার আশায় দূরদূরান্ত থেকে বহু মানুষজন পুজো দিতে আসেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ