রাজ্যের চার পুরসভায় পুরভোটের গণনা। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর চার পুরনিগমেই বিপুল ভাবে এগিয়ে তৃণমূল প্রার্থীরা। কার্যত ভোট বিপর্যয়ের সম্মুখীন বাম ও বিজেপি।
বিধাননগরে ৪১ টি আসনের ৩৯ টি আসনে এগিয়ে তৃণমূল, ১ টি আসনে কংগ্রেস। আসানসোলে ১০৬ টি আসনের ৫৭ টিতে এগিয়ে তৃণমূল, ১ টিতে বামফ্রন্ট, ৫ টিতে বিজেপি, ২ টিতে কংগ্রেস। চন্দননগরের ৩৩ টি আসনের ১৯ টি তে এগিয়ে তৃণমূল, ১ টিতে বামফ্রন্ট।
- Advertisement -
শিলিগুড়িতে কার্যত ভোট বিপর্যয়ের সম্মুখীন বামেরা। ৪৭ টি আসনের ১১ টিতে জয়ের সামনে তৃণমূল, বামফ্রন্ট এগিয়ে ২টিতে, বিজেপি এগিয়ে ৩ টি তে, কংগ্রেস এগিয়ে ১ টিতে। তাৎপর্যপূর্ণ ভাবে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে ৩০০-র বেশি ভোটে তৃণমূল প্রার্থী মহম্মদ আলম খানের কাছে পরাজিত সিপিএম প্রার্থী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। হারের পর তিনি বলেন, ‘‘একটা বিপর্যয় হয়েছে। আমাদের যে ভোট বিজেপি-তে গিয়েছিল, সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূলের বাক্সে ঢুকেছে। আমাদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে। তবে কমিউনিস্ট পার্টি করি, হতাশায় ডুবে গিয়ে, ঘরে বসে গেলে হবে না।’’