চার পুরনিগমেই জয় তৃণমূলের, হারলেন অশোক ভট্টাচার্য, বাম-বিজেপি-র বিপর্যয়

চার পুরনিগমেই জয় তৃণমূলের, হারলেন অশোক ভট্টাচার্য, বাম-বিজেপি-র বিপর্যয়

রাজ্যের চার পুরসভায় পুরভোটের গণনা। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর চার পুরনিগমেই বিপুল ভাবে এগিয়ে তৃণমূল প্রার্থীরা। কার্যত ভোট বিপর্যয়ের সম্মুখীন বাম ও বিজেপি।

বিধাননগরে ৪১ টি আসনের ৩৯ টি আসনে এগিয়ে তৃণমূল, ১ টি আসনে কংগ্রেস। আসানসোলে ১০৬ টি আসনের ৫৭ টিতে এগিয়ে তৃণমূল, ১ টিতে বামফ্রন্ট, ৫ টিতে বিজেপি, ২ টিতে কংগ্রেস। চন্দননগরের ৩৩ টি আসনের ১৯ টি তে এগিয়ে তৃণমূল, ১ টিতে বামফ্রন্ট।

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

শিলিগুড়িতে কার্যত ভোট বিপর্যয়ের সম্মুখীন বামেরা। ৪৭ টি আসনের ১১ টিতে জয়ের সামনে তৃণমূল, বামফ্রন্ট এগিয়ে ২টিতে, বিজেপি এগিয়ে ৩ টি তে, কংগ্রেস এগিয়ে ১ টিতে। তাৎপর্যপূর্ণ ভাবে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে ৩০০-র বেশি ভোটে তৃণমূল প্রার্থী মহম্মদ আলম খানের কাছে পরাজিত সিপিএম প্রার্থী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। হারের পর তিনি বলেন, ‘‘একটা বিপর্যয় হয়েছে। আমাদের যে ভোট বিজেপি-তে গিয়েছিল, সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূলের বাক্সে ঢুকেছে। আমাদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে। তবে কমিউনিস্ট পার্টি করি, হতাশায় ডুবে গিয়ে, ঘরে বসে গেলে হবে না।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ