Kharagpur Train : আদিবাসী সংগঠনের অবরোধ, খড়গপুর সেকশনে বাতিল একাধিক ট্রেন

Kharagpur Train : আদিবাসী সংগঠনের অবরোধ, খড়গপুর সেকশনে বাতিল একাধিক ট্রেন

একাধিক দাবি নিয়ে ৪ জুলাই, মঙ্গলবার ১২ ঘন্টার ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে আদিবাসী সমাজ। এইদিন সকাল থেকে সংগঠনের সদস্যরা খড়গপুর-টাটানগর সেকশনের চিরুগোদা স্টেশনে শুরু করেছে অবরোধ। যার ফলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংকুচিত করা হয়েছে এবং গতিপথ পরিবর্তন করা হয়েছে। নীচে দেখে নিন তালিকা।

আরও পড়ুন:  Kharagpur Train Cancel : রবিবার বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

৪ জুলাই বাতিল ট্রেন-
১. ১২০২২ বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
২. ০৮০৭১/০৮০৭২ খড়গপুর-টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল

সম্পূর্ণ পথ চলবে না-
১. ১২০২১ হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ৪ জুলাই যাত্রা শুরু করা ট্রেন খড়গপুর পর্যন্ত চলবে
২. ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস খড়গপুর পর্যন্ত চলবে
৩. ১৮০৩৪ ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস খড়গপুর থেকে যাত্রা শুরু করবে

আরও পড়ুন:  Kharagpur Train Cancel : রবিবার বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

গতিপথ পরিবর্তন –
১. ১৫০২২ গোরখপুর-শালিমার এক্সপ্রেস ৩ জুলাই যাত্রা শুরু করা ট্রেনটি পরিবর্তিত পথ চান্ডিল-আদ্রা-মেদিনীপুর হয়ে চলবে।
২. ২২৯০৫ ওখা-শালিমার এক্সপ্রেস ২রা জুলাই যাত্রা শুরু করা ট্রেনটি পরিবর্তিত পথ চান্ডিল-আদ্রা-মেদিনীপুর হয়ে চলবে।
৩. ১২২৬২ হাওড়া-সিএসএমটি মুম্বাই দুরন্ত এক্সপ্রেস ৪ঠা জুলাই যাত্রা শুরু করতে চলা ট্রেনটি পরিবর্তিত পথ মেদিনীপুর-আদ্রা-চান্ডিল-টাটানগর হয়ে চলবে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ