Private School : নজরে বেসরকারি স্কুল, রেগুলেটরি কমিশন গড়তে সচেষ্ট রাজ্য সরকার

images 2023 06 17t153109.576

রাজ্যে বেসরকারি স্কুলগুলি সম্পর্কে একাধিক সময়ে উঠেছে বিভিন্ন অভিযোগ। তাই বেসরকারি স্কুলগুলির কার্যক্রম, ব্যবস্থাপনা ও তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে রেগুলেটরি কমিশন গড়তে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার, এমনটাই খবর বিকাশ ভবন সূত্রের।

রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, মাত্রাতিরিক্ত ফি, স্কুলে ভর্তির সময় মোটা টাকা আদায়, ফি অনাদায়ে পড়ুয়াদের পরীক্ষায় বসতে না দেওয়া সহ একাধিক অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন গড়তে সচেষ্ট হয়েছে রাজ্য শিক্ষা দফতর। জানা গিয়েছে, কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত হতে পারে এই কমিশন। থাকবেন রাজ্য শিক্ষা দফতরের প্রতিনিধিরাও। কোনও স্কুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে কমিটি। প্রয়োজনে সংশ্লিষ্ট বেসরকারি স্কুলের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের সুপারিশও করতে পারবে কমিশন।

আরও পড়ুন:  Panchayet Election : কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে মমতা ও রাজ্য নির্বাচন কমিশন

 

আরও পড়ুন:  Panchayet Election : কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে মমতা ও রাজ্য নির্বাচন কমিশন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ