Paschim Medinipur : গ্রাম জুড়ে অশরীরী আতঙ্ক! একের পর এক মৃত্যুতে ভীত গ্রামবাসীরা, এলাকায় প্রশাসন

img 20230617 wa0009

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

একবিংশ শতাব্দীর আধুনিক পৃথিবীতেও অশরীরী আতঙ্ক। একের পর এক অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কুসংস্কার ও আতঙ্ক ছড়াচ্ছে শবর অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের মালিয়াড়া সুন্দরপুর গ্রামের শাঁখারিডাঙ্গা পাড়া এলাকায়।

জানা গিয়েছে, বিগত এক বছরে গ্রামে মৃত্যুর হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। হঠাৎ মৃত্যু হচ্ছে বিভিন্ন বয়সের মানুষের। কারও বয়েস ১৭ বছর, তো কারও ৬৫ বছর। মৃত্যু হয়েছে মোট ১২ জনের। কিন্তু চিকিৎসকের কাছে না নিয়ে যাওয়ায় মৃত্যুর কারণ অজানা। অন্যদিকে গ্রাম জুড়ে ছড়াচ্ছে ভূত, প্রেত, ডাইনি, অশরীরী আতঙ্ক। সন্ধ্যার পর থেকেই পথ ঘাট প্রায় সুনসান। গ্রামবাসীরা জানাচ্ছেন, দিন দশেক আগে হঠাৎই মারা গিয়েছিলেন কাজল প্রামাণিক নামের এক বৃদ্ধা। শনিবার ভোরে মৃত্যু হয় তাঁর ছেলে কার্তিক প্রামাণিকের। মাঠে প্রাতঃকৃত্য সেরে ফেরার পথে হঠাৎই পড়ে গিয়েই তার মৃত্যু হয়। একই রকম ভাবে রাতে ঘুমের মধ্যেই মারা গেছেন সুস্থ সবল মানুষ৷ অনেকের ছিল বুকে জ্বালার উপসর্গ। কিন্তু প্রতিক্ষেত্রেই গ্রামবাসীরা চিকিৎসকের শরণাপন্ন না হওয়ার মৃত্যুর কারণের হদিস মেলেনি।

আরও পড়ুন:  Medinipur : শেষ দু’দিনে সব আসনে মনোনয়ন তৃণমূলের, উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থীদের

প্রায় ৮০টি পরিবারের ২৬৬ জন বাসিন্দার এই গ্রামে পানীয়জলের জন্য সরকারি নলকূপের সাথে ব্যক্তিগত নলকূপও রয়েছে৷ যদিও অনেকেই পুকুরের জলও ব্যবহার করেন। মৃতদের মধ্যে অনেকে মদ্যপানও করতেন না, ফলে বিষমদের প্রকোপের খবরও মেলেনি। এদিকে কুসংস্কারের প্রভাবে গ্রামে ডাইনি আতঙ্ক ও ভূতের ভয় ছড়াচ্ছে। ঘটনার বিষয়ে জানার পর প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দফতরের একটি দল এলাকা পরিদর্শনে যায়। মৃতদের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ এলাকায় বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও আসবেন বলে জানা গিয়েছে৷ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারঙ্গি জানিয়েছেন, “বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। কেউ বয়স জনিত কারণে, ৩ জন টিবি-তে, কয়েকজন হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। কিন্তু গ্রামবাসীরা ভয় পেয়েছেন। তাই গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়েছিল। তিন দিন ধরে এলাকায় ছিল মেডিকেল টিম। আশা কর্মী বাড়ি বাড়ি গিয়েছেন। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “গত দেড় মাসে ২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৭০ বছরের বৃদ্ধা কাজল প্রামাণিক বয়সজনিত কারণেই প্যারালাইজড হয়ে গিয়েছিলেন ও মারা যান। তাঁর ছেলে মায়ের পারলৌকিক কাজের পর মাঠে প্রাতঃকৃত্য করতে গিয়ে মারা যান। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাক।” এলাকার বাসিন্দাদের মধ্যে মদ ও হাড়িয়া পানের চল রয়েছে বলেও জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ