Puri : জগন্নাথধামে গেস্টহাউস বানাবে রাজ্য সরকার, পর্যটকদের জন্য সিদ্ধান্ত মমতার

Puri : জগন্নাথধামে গেস্টহাউস বানাবে রাজ্য সরকার, পর্যটকদের জন্য সিদ্ধান্ত মমতার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

প্রতি বছর বিভিন্ন ছুটির সময়ে পুরীতে এসে ভিড় করেন বাঙালি পর্যটক ও পুণ্যার্থীরা। ফলে ছুটির মরশুমে চড়া হয়ে ওঠে পুরীর হোটেল ভাড়া। সমস্যায় পড়েন অনেকেই। অনেক সময় হোটেলও মেলে না। তাঁদের অসুবিধার বিষয়ে বিবেচনা করেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে পুরীতে গেস্ট হাউস বানানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ওড়িশা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেব দর্শন করেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে বুধবার পুরীতে প্রস্তাবিত জায়গা ঘুরে দেখে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস তৈরির বিষয় ঘোষণা করলেন মমতা। জানান, “জায়গা পছন্দ হয়েছে। আগামীকাল নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করে জানা যাবে কত একর জায়গা দেওয়া হচ্ছে পুরীতে গেস্ট হাউস তৈরি করার জন্য। পুরীতে ঘুরতে আসা সব বাঙালিদের জায়গা দিতে না পারলেও কিছু সংখ্যক পর্যটকদের জায়গা দিতে পারা যাবে।” জমির পরিমাপ ও জমি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ