Shalboni : শালবনীতে সৌরভ! কি বলছেন দিলীপ ঘোষ?

Shalboni : শালবনীতে সৌরভ! কি বলছেন দিলীপ ঘোষ?

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

স্পেনের (Spain) মাদ্রিদে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর সঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানেই তিনি ঘোষণা করেছেন, মেদিনীপুরে (Medinipur) ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন তিনি। প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ফলে ৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কিন্তু মেদিনীপুরের (Medinipur) কোথায় সেই কারখানা তৈরি হবে তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এখন জানা যাচ্ছে, সম্ভবতঃ শালবনীতে (Shalboni) জিন্দলদের উদ্বৃত্ত জমিতেই তৈরি হবে সৌরভের কারখানা। সৌরভের এই উদ্যোগ নিয়েই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুন:  Medinipur Sourav Ganguly : মেদিনীপুরে ইস্পাত কারখানা সৌরভের, স্পেনের সম্মেলনে ঘোষণা

রাজ্যের শিল্পসম্ভাবনা নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। বিভিন্ন সময়ে এসেছে কটাক্ষ। এমনই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে বাণিজ্য সম্মেলন করে রাজ্যে বিনিয়োগ আনতে উদ্যোগী হয়েছিলেন। সেখানেই ক্রীড়াব্যক্তিত্ব সৌরভ কেন সফর সঙ্গী সেই বিষয়ে কিঞ্চিৎ ভ্রুকুঞ্চনও করেন অনেকে। তারপরেই সরাসরি মঞ্চ থেকে সৌরভের শিল্পপতি ভাবমূর্তির প্রকাশ। প্রাথমিক ভাবে কিছুটা হলেও হতচকিত রাজ্যের রাজনৈতিক মহল। তারপরই এসেছে প্রতিক্রিয়া।

প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সৌরভের উদ্যোগকে স্বাগত জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষের সুর তাঁর গলায়। তিনি বলেন, “সৌরভের হাত ধরে ও পরিচয়কে কাজে লাগিয়ে বাংলার যদি লাভ হয় ও বিদেশ থেকে বিনিয়োগ আসে তাহলে খুবই ভালো।” এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কারও বিশ্বাস নেই। এখানে সুরক্ষা বা আইনকানুনের শাসন নেই। সেই জন্যই কেউ ব্যবসা করতে আসেন না। এখন সৌরভের কারণে যদি কাজ হয় তাহলে রাজ্যের জন্য খুবই ভালো হবে।”

আরও পড়ুন:  Salboni : শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ নির্বাচন সম্পূর্ণ

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ