শেখ সুফিয়ানকে গ্রেপ্তার নয়, মমতার নির্বাচনী এজেন্টকে রক্ষাকবচ সর্বোচ্চ আদালতের

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে আইনি রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। বিজেপি কর্মী খুনের মামলায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই।

রাজ্যের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মী খুনে জড়িত থাকার অভিযোগে ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার এখন সিবিআই-এর হাতে। গ্রেপ্তারি আটকাতে প্রথমে কলকাতা হাইকোর্টের ও পরে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন সুফিয়ান।

বৃহস্পতিবার বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ আগামী ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে জানিয়েছে, ঐ সময়কাল পর্যন্ত শেখ সুফিয়ানকে গ্রেফতার করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ