“তথ্য না দেওয়া অসাংবিধানিক আচরণ”, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কড়া টুইট রাজ্যপালের

"তথ্য না দেওয়া অসাংবিধানিক আচরণ", মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কড়া টুইট রাজ্যপালের

যত দিন যাচ্ছে রাজ্য সরকাররাজ্যপাল সংঘাত প্রশমন তো সুদূর অতীত, আরও বেশি করে প্রকট হচ্ছে। রাজ্য বিধানসভায় মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার ও বিধানসভার স্পিকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রাজ্যপাল। এবার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা কড়া চিঠি টুইটারে প্রকাশ করলেন তিনি।

মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ এনেছে, পেগাসাস নিয়ে রাজ্যের তদন্ত কমিশন, শিল্পক্ষেত্রে বিনিয়োগ, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের খরচ, মা ক্যান্টিন চালানোর খরচ, গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন, এরোট্রোপলিস প্রকল্প, রাজ্য অর্থ কমিশন, অতিমারিতে সরঞ্জাম কেনার খরচ প্রভৃতি একাধিক বিষয়ে রাজ্যের কাছে তথ্য তলব করলেও তা মেলেনি। মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখেও তিনি সদুত্তর পাননি বলে অভিযোগ এনেছেন।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপালের সাংবিধানিক অধিকার স্মরণ করিয়ে টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রীর তথ্য প্রদানের সাংবিধানিক দায়িত্বের কথা জানানো হয়েছে। সরকার তাঁর কাছ থেকে তথ্য আড়াল করতে পারে না এবং এই ধরনের আচরণ সংবিধান লঙ্ঘন, তা উপেক্ষা করা হবে না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ