Goaltore : মেলা কমিটির বিশেষ আবেদন দিয়ে শুরু হতে চলেছে গোয়ালতোড় গ্রামীণ মেলা ২০২৩

Goaltore : মেলা কমিটির বিশেষ আবেদন দিয়ে শুরু হতে চলেছে গোয়ালতোড় গ্রামীণ মেলা ২০২৩

আগামি ৫ই জানুয়ারি গোয়ালতোড় হাইস্কুল মাঠে শুরু হবে গোয়ালতোড় গ্রামীণ মেলা ২০২৩। মেলা চলবে ১২ই জানুয়ারি পর্যন্ত। হাইস্কুল মাঠে মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে মঞ্চ প্রস্তুত হচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের দোকান যেমন থাকছে তেমনি বাচ্চাদের আনন্দ উপভোগ করার মত নানা রকমের জিনিষ থাকছে।

৫ই জানুয়ারি সকাল ৭ টায় রণজিৎ ঘোষ স্মৃতি ৫ কিমি দৌড়(কাদড়া থাকে মেলা প্রাঙ্গণ) দিয়ে শুরু হবে গোয়ালতোড় গ্রামীণ মেলা ২০২৩। সকাল দশটা থেকে শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে “রাতির তারা মিউজিক্যাল ট্রুপের” নৃত্যানুষ্ঠান।

আরও পড়ুন:  Paschim Medinipur ওমিক্রন আতঙ্ক!ইতালি ফেরত গবেষকের জিনোম পরীক্ষা, ভিনরাজ্যের শ্রমিকদের টিকা

৬ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে “বাই বাই ডন অর্কেষ্ট্রা”।
৭ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে “মন ফেকিরা ফোক্ ব্যান্ড” এর অনুষ্ঠান।
৮ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে বাংলা সিরিয়ালের অভিনেত্রী পূর্বাশা রায় এর সাংস্কৃতিক অনুষ্ঠান।
৯ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে “হাইনেস ড্যান্স ট্রুপের” নৃত্যানুষ্ঠান।
১০ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে “আশার আলো মিউজিক্যাল ট্রুপের”(প্রতিবন্ধী অর্কেষ্ট্রা) নৃত্যানুষ্ঠান।
১১ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে ইউ টিউব খ্যাত “প্রিয়ঙ্কা ঘোষ নাইট”।
১২ই জানুয়ারি পুরস্কার বিতরণীর পর সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে যাত্রাপালা “মেয়েরা কি জানে সিঁদুরের মানে” – মুক্তিমঞ্জরী অপেরা(কলকাতা)।

আরও পড়ুন:  Paschim Medinipur: ছেলেকে টিউশন নিয়ে গিয়ে বেপাত্তা পিংলার গৃহবধূ

আপনারাকে হেডলাইনে প্রথমেই বলেছিলাম মেলা কমিটির বিশেষ আবেদনের কথা, সেই আবেদন হচ্ছে করোনার বিরুদ্ধে লড়াই। এই মেলায় কমিটির বিশেষ আবেদন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার সঙ্গে রাখুন,ভিড় এড়িয়ে চলুন। সেই সঙ্গে থাকছে এই আবেদন, হেলমেট ব্যবহার করুন,সাবধানে গাড়ি চালান, জীবন বাঁচান। “সুস্থ থাকুন, ভালো থাকুন”।

এবারের মেলা প্রাঙ্গণে থাকছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, ৫ই, ৮ই ও ১০ই জানুয়ারি এই পরিষেবা পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য “এস কে মেডিক্যালে” যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ