গঙ্গাসাগর যাচ্ছেন ? এক্ষুণি জেনে নিন, বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গঙ্গাসাগর যাচ্ছেন ? এক্ষুণি জেনে নিন, বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিন কয়েক পরেই পৌষ সংক্রান্তি। এদিকে আগামী ৭ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগর মেলার। ইতিমধ্যেই সেই মেলা প্রাঙ্গণে দুদিনের জন্যে পাড়ি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে দুপুরে হেলিকপ্টারে করে ২ দিনের জন্য গঙ্গাসাগর পরিদর্শনে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

গত ২ বছরের করোনা পরিস্থিতির পরে এবারের গঙ্গাসাগর মেলা। তাই এই বছরে মেলার ভিড় অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে বলে অনুমান করছে প্রশাসন। তার জন্য পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি,গঙ্গাসাগরের হেলিপ্যাডে দাঁড়িয়ে সাগরের তীর্থযাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “গঙ্গাসাগর মেলা চলাকালীন অর্থাৎ ৭ থেকে ১৭ জানুয়ারির মধ্যে সেখানে কোনোরকম দুর্ঘটনায় মানুষ প্রাণ হারালে তার পরিজনরা পাঁচ লাখ টাকার জীবনবিমা পেতে চলেছেন পরিবারের জন্য”।

উল্লেখ্য , বুধবার বেলা আড়াইটে নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন মমতা। সেখানে নতুন হেলিপ্যাডের উদ্বোধন করেন তিনি।এছাড়াও,এবার গঙ্গাসাগর মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রাজ্যের ৫ বিখ্যাত মন্দির দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, তারাকেশ্বর, জহুরা কালী মন্দিরের আদলেও মন্দিরও বানানো হয়েছে মেলা প্রাঙ্গনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ