কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ পুনরায়, জখম ৪ জন

কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ পুনরায়, জখম ৪ জন

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পুনরায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর অভিযোগ উঠলো। বৃহস্পতিবার সন্ধ্যায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শাঁকপুর গ্রাম ৪ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর৷ এর আগে বুধবার সকালে শাঁকপুর গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বচসা সংঘর্ষের রূপ নেয়। তিনজন মহিলা সহ ৪ জন জখম হন৷ তৃণমূলের একাংশের তরফে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামীদের বিরুদ্ধে।

আরও পড়ুন:  চন্দ্রকোনায় দুর্ঘটনায় স্কুলের মারুতি ভ্যান, আহত ছাত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় সেই শাঁকপুর গ্রামেই পুনরায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে৷ অভিযোগের আঙুল ফের তৃণমূল বিধায়ক শিউলি সাহার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় চার ব্যক্তিকে জখম অবস্থায় প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কেশপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি জাহাঙ্গীর খানের অভিযোগ, বিধায়িকা শিউলি সাহার মদতেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার বক্তব্য, সংঘর্ষের ঘটনা পারিবারিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ