Bankura : মাথায় পাথর নিয়ে রাস্তা মেরামতি বিজেপি বিধায়কের, শালতোড়ার বিধায়ক চন্দনার সঙ্গী স্বামী

Bankura : মাথায় পাথর নিয়ে রাস্তা মেরামতি বিজেপি বিধায়কের, শালতোড়ার বিধায়ক চন্দনার সঙ্গী স্বামী

বিধায়িকার মাথায় পাথরের ঝুড়ি! বেলচা নিয়ে সঙ্গী স্বামী। বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি নিজেই শ্রম দিয়ে উদ্যোগী রাস্তা মেরামতিতে। এমনই দৃশ্য ছড়িয়ে পড়লো সমাজমাধ্যমে। যা কেন্দ্র করে কোথাও প্রশংসা, কোথাও আবার রাজনৈতিক কটাক্ষ।

বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের কেলাই গ্রামের বাসিন্দা শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। স্থানীয়দের অভিযোগ, রাঙামেট্যা থেকে কেলাই হয়ে রাজামেলা গ্রামে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বর্ষার কারণে আরও বিপাকে পড়েন স্থানীয় মানুষজন। বিধায়িকা নিজেও ঐ রাস্তা ব্যবহার করেন। তাঁর অভিযোগ, রাস্তা সারাইয়ের জন্য একাধিকবার গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি। বিধায়িকা চন্দনার আরও দাবি, তিনি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় রাস্তা মেরামতির উদ্যোগ নিলেও স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। তাই স্বামীকে সঙ্গে নিয়ে তিনি নিজেই স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা মেরামতিতে উদ্যোগী হলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান বিধায়িকা চন্দনার স্বামী শ্রাবণ পেশায় রাজমিস্ত্রী। চন্দনা নিজেও জোগাড়ের কাজে যুক্ত ছিলেন। ফলে পেশার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেরাই পাথর গুড়ো আনিয়ে রাস্তা মেরামতি শুরু করেন। বিধায়িকা নিজে উদ্যোগ নেওয়ায় স্থানীয় কয়েকজনও স্বেচ্ছাশ্রম দিয়ে এগিয়ে আসেন কাজে। বিধায়িকার অভিযোগ, তিনি বিরোধী দলের বিধায়ক হওয়াতেই শাসক দলের বঞ্চনা। যদিও বিধায়িকার উদ্যোগকে ‘নাটক ও প্রচার’ উল্লেখ করে কটাক্ষ করেছে তৃণমূল। আবার বিধায়িকার স্বেচ্ছাশ্রমের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধুবাদ জানাচ্ছেন বহু মানুষ।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ