Kurmi Protest : অজিত মাইতির কুশপুত্তলী দাহ কুড়মিদের, ‘খালিস্থানি’ মন্তব্যের প্রতিবাদ

Kurmi Protest : অজিত মাইতির কুশপুত্তলী দাহ কুড়মিদের, 'খালিস্থানি' মন্তব্যের প্রতিবাদ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

তৃণমূল নেতা অজিত মাইতির কুড়মি নেতাদের নিয়ে ‘খালিস্থানি’ মন্তব্যের প্রতিবাদে উত্তাল জঙ্গলমহল। শিলদা লালগড়ে কুড়মিদের তরফে দাহ করা হল অজিত মাইতির কুশপুত্তলী। সেই সঙ্গে দাবি জানানো হয়েছে, অজিত মাইতিকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে।

আরও পড়ুন:  Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

Kurmi Protest : অজিত মাইতির কুশপুত্তলী দাহ কুড়মিদের, 'খালিস্থানি' মন্তব্যের প্রতিবাদ

শনিবার অজিত মাইতি এক সভায় বলেন, “আমরা কুড়মিদের বিপক্ষে নই। কিন্তু স্বঘোষিত কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্থানি নেতাদের মত কুড়মিদের ভুল বোঝাচ্ছেন।” কুড়মি নেতাদের খালিস্থানি নেতাদের সঙ্গে তুলনা করে তাঁর এই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কুড়মিদের তরফে তীব্র প্রতিবাদ শুরু হয়।

আরও পড়ুন:  Jhargram: নৃত্যে উজ্জ্বল ঝাড়গ্রামের কন্যা! কেন্দ্রীয় স্কলারশিপ পেল ১১ বছরের সমৃদ্ধি

Kurmi Protest : অজিত মাইতির কুশপুত্তলী দাহ কুড়মিদের, 'খালিস্থানি' মন্তব্যের প্রতিবাদ

রবিবার বিকেলে শিলদায় তৃণমূল বিধায়ক অজিত মাইতির কুশপুতুল দাহ করেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা। তৃণমূলকে বয়কটের ডাক দেওয়া হয়েছে কুড়মিদের তরফে৷ আন্দোলনকারীদের দাবি, মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ