ঝাড়গ্রামে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা চালাচ্ছে ভাই-বোন, ভাইরাল ছবি

শিক্ষাই সমৃদ্ধি! এই উপলব্ধি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে ক্রমশ নিজের জায়গা করে নিচ্ছে। তাই দারিদ্র্য প্রতিবন্ধকতা সবকিছু উপেক্ষা করে শিক্ষাকে পাথেয় করছে পড়ুয়ারা। সেই ধরনের ছবিই এবার ভাইরাল হল সমাজমাধ্যমে। ল্যাম্প পোস্টের বিজলি বাতির আলোয় খাটিয়া পেতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে দুই ভাইবোন।

ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাশমার গ্রামের এক ভাই বোনের ছবি দৃষ্টি আকর্ষণ করছে সমাজমাধ্যমে। বাড়িতে নিত্য অভাব। নেই বিদ্যুৎ সংযোগ। কেরোসিন তেলও রান্নার পরে বেশি অবশিষ্ট থাকে না। সেই সব কিছুকেই উপেক্ষা করে রাতের আঁধারে ল্যাম্প পোস্টের আলোয় বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়া ভাই বোন। তারা বাঁকুড়া জেলার খাতড়ার মাশানঝাড় হাইস্কুলের সপ্তম শ্রেনীর পড়ুয়া সমীর সহিষ ও বেলপাহাড়ির চাকাডোবা জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সুমিত্রা সহিষ। তাদের বাবা স্বপন সহিষ শারীরিক অসুস্থতার কারনে বর্তমানে কাজকর্মে অক্ষম। মা অঞ্জনা সহিষ দিনমজুরি করেন। অভিযোগ সরকারি প্রকল্পে বাড়ি পাননি। তাই ত্রিপলে ছাওয়া মাটির বাড়িতে অভাবের সংসার। দারিদ্রের মধ্যেও দুই ভাই বোনের লড়াইয়ের ছবি মুগ্ধ করছে মানুষকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ